সকল মেনু

মঙ্গলবার নয় কোম্পানি স্পট মার্কেটে

পুঁজিবাজারের তালিকাভুক্ত নয় কোম্পানি রেকর্ড ডেটের আগে ২১ মে, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, এবি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি এবং ওয়ান ব্যাংক।

ডিএসই সুত্রে জানা গেছে, কোম্পানিগুলো স্পট মার্কেটের লেনদেন আগামী বৃহস্পতিবার, ২৩ মে শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রবিবার, ২৬ মে। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top