সকল মেনু

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রূপালী ইন্স্যুরেন্স

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৪১ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তালিকার দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির ১৪ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৮ শতাংশ।তৃতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৪ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৩ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-মেঘনা পেট্রোলিয়ামের ১৪ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১২ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১ কোটি ১৭ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা, ফরচুন সুজের ১০ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকা এবং ইজেনারেশন লিমিটেডের ১০ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top