সকল মেনু

ব্লক মার্কেটে মঙ্গলবার ৬ কোম্পানির বড় লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার, ১১ জুন লেনদেনে অংশ নিয়েছে ৪৬টি কোম্পানি। এসব কোম্পানির মোট ৩১ কোটি ৮১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, সেন্ট্রাল ইন্সুরেন্স এবং সী পার্ল হোটেল। মঙ্গলবার এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের। এদিন কোম্পানিটির ১২ কোটি ৭১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মার শেয়ার লেনদেনে হয়েছে ৩ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। মঙ্গলবার কোম্পানিটির ২ কোটি ৪৪ লাখ ৬২ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ১ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্সুরেন্সের ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকার এবং সী পার্ল হোটেলের ১ কোটি ২০ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top