সকল মেনু

আইএফআইসি ব্যাংকের জিরো-কুপন বন্ড ইস্যু সিদ্ধান্ত

আইএফআইসি ব্যাংক লিমিটেড জিরো-কুপন বন্ড ইস্যু করবে। ব্যাসেল ৩ এর গাইডলাইন অনুসারে টায়ার টু মূলধন বাড়ানোর জন্য এই ইস্যু করে অর্থ সংগ্রহ করা হবে।বুধবার, ১২ জুন অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচিত বন্ডের আকার হবে ৬শ কোটি টাকা। এটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ  বর্সায়ন ঘটবে। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে ব্যাংকটি কুপন-যুক্ত বন্ড ইস্যুর মাধ্যমে ৫শ কোটি টাকা সংগ্রহ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, গতকালের পর্ষদ সভায় তা প্রত্যাহার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top