সকল মেনু

লভ্যাংশ না দেওয়ায় শেয়ারের বড় দরপতন

শেয়ারধারীদের গত বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স। গত বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বৃহস্পতিবার এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি।

বিডি ফাইন্যান্স জানিয়েছে, মন্দ ঋণ, শেয়ারের বিপরীতে লোকসানসহ নানা কারণে গত বছর কোম্পানিটিকে অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং রাখতে হয়েছে। এ কারণে টান পড়েছে মুনাফায়। তাই শেয়ারধারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবরে ডিএসইতে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দরপতন হয়েছে। ডিএসইতে এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৩০ পয়সা বা প্রায় ৮ শতাংশ কমে নেমে এসেছে ১৫ টাকা ২০ পয়সায়।

ডিএসইর দরপতনের শীর্ষ তালিকায় ছিল বিডি ফাইন্যান্স।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া বিধান অনুযায়ী, বর্তমানে কোনো শেয়ারের দাম এক দিনে ৩ শতাংশের বেশি কমতে পারে না। তারপরও বৃহস্পতিবার বিডি ফাইন্যান্সের প্রতিটি শেয়ারের দাম ৮ শতাংশ কমেছে। কারণ, কোনো কোম্পানি লভ্যাংশ ঘোষণাসহ মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করলে ওই কোম্পানির ক্ষেত্রে এ বিধান কার্যকর হয় না।

ডিএসইর দরপতনের শীর্ষ তালিকায় ছিল বিডি ফাইন্যান্স

ডিএসইতে প্রকাশিত বিডি ফাইন্যান্সের আর্থিক তথ্য অনুযায়ী, গত বছর শেষে কোম্পানিটি ১০০ কোটি টাকার বেশি লোকসান করেছে। তাতে বছর শেষে এটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়ায় ৫ টাকা ৬০ পয়সায়। অথচ ২০২২ সালে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ২৫ পয়সা মুনাফা করেছিল।

কোম্পানিটি বলছে, সুদ আয় ও শেয়ারবাজারের বিনিয়োগ থেকে আয় উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। অন্যদিকে বেড়েছে নিরাপত্তা সঞ্চিতি। এর ফলে বছর শেষে গুনতে হয়েছে লোকসান। তবে কোম্পানিটি এ-ও জানিয়েছে, নিরাপত্তা সঞ্চিতির ফলে কোম্পানির আর্থিক স্বাস্থ্য নিরাপদ থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top