সকল মেনু

বুধবার থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা-দুপুর ২:৩০মিনিট

দেশের পুঁজিবাজারে লেনদেন কয়েকদিন বন্ধ থাকার পাশাপাশি সময়সূচি কমিয়ে আনা হয়েছিল। বুধবার, ৩১ জুলাই থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুসারে চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেনও আগের সময়সূচিতে ফিরে যাচ্ছে। বুধবার পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা লেনদেন চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাভাবিক সময়ের মতো অফিস চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে। ফলে বুধবার থেকে স্বাভাবিক সময়ের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে।

এ সময় ব্যাংকের লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এর ধারাবাহিকতায় বুধবার থেকে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top