আপডেট : জুলাই ৩১, ২০২৪ , ২:৪৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন বায়রার সাবেক সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী মোহাম্মদ নূর আলী। সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ নূর আলী।
এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন মোহাম্মদ নূর আলী। মোহাম্মদ নূর আলীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বায়রার বর্তমান সহসভাপতি নোমান চৌধুরী, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, যুগ্মমহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, বায়রার সদস্য জামিল হোসাইন ও মাহবুবুল করিম সিদ্দিকী জাফর।
বৈঠক শেষে মো. নুর আলীর নেতৃত্বাধীন বিশেষ দলকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।
শেয়ার করুন-
আপডেট : জুলাই ৩১, ২০২৪ , ২:৪৫ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।