সকল মেনু

নতুন মেশিন কিনবে অলিম্পিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চানাচুর উৎপাদনে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে কোম্পানিটি বার্ষিক ৬ হাজার ৬০০ টন চানাচুর উৎপাদন করতে পারবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কলকাতার গ্লোবাল মার্কেটিং সার্ভিসেস থেকে স্ন্যাক ফুড উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এ মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিকের পরিচালনা পর্ষদ। এতে কোম্পানিটির ১৮ লাখ ৮৫ হাজার ২৫০ ডলার বা ২২ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৬২৫ টাকা ব্যয় হবে। নারায়ণগঞ্জের কুতুবপুরে অবস্থিত কোম্পানিটির কারখানা এ মেশিন স্থাপন করা হবে।

কোম্পানিটি জানায়, এ মেশিনের মাধ্যমে বার্ষিক ৬ হাজার ৬০০ টন চানাচুর উৎপাদন করা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top