রাসেল কবির: প্রবল জনস্রোতের মুখে ০৫ আগস্ট, সোমবার আওয়ামী সরকারের পতন ঘটে। এরপর দিন থেকেই পুঁজিবাজারে লেনদেন ও সূচক বাড়তে থাকে। পোড় খাওয়া বিনিয়োগকারীদের প্রত্যাশা আরো বাড়তে থাকে।
অনেকের জানার আগ্রহ আগামী সপ্তাহ কেমন হবে- আগামী সপ্তাহে বেশ ভাল একটা প্রফিটসহ সবার শেয়ার mature হবে। রোমাঞ্চকর পরিস্থিতি ও দীর্ঘদিন পরে লাভের মুখ দেখে সবাই চেস্টা করবে প্রফিট টেক করার, তাই বিক্রয় চাপ অনিবার্য। দেখার বিষয় হলো বাজার সেটাকে কতটুকু absorb করতে পারে।
আগামী সপ্তাহটি হবে আমাদের শেয়ার বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাজারে একই সাথে বেশ কয়েকটা emotion/sentiment দেখতে পাবো। সাধারণত এক সাথে এতগুলো emotion/sentiment দেখা যায় না।
১) optimism for new investors and sideline investors: দেশে এবং প্রতিটি সেক্টরে বড় ধরনের একটি পরিবর্তন সংঘঠিত হয়েছে এবং তাকে সাধারণ জনগণ positively নিয়েছে এবং নিচ্ছে। যার ফলে সবার মনে নতুন আশার আলো- নতুন স্বপ্নের উঁকিঝুকি দিচ্ছে। ঠিক এইসময়ে- যারা আগে শেয়ার ব্যবসা করতেন কিন্তু অনেকদিন ধরে বন্ধ রেখেছিলেন তারা নতুন ফান্ড নিয়ে বাজারে প্রবেশ করতে শুরু করবেন। সেই সাথে আরো নতুন নতুন বিনিয়োগে ইচ্ছুক ব্যক্তি (Nobis traders) রঙিন স্বপ্ন নিয়ে বাজারে আসবেন এবং ইনভেস্ট করবেন।
২) excitement of existing investor: যারা অনেক দিন থেকেই বাজারে আছেন কিন্তু ‘হোল্ডিং’ শেয়ার আছে। বাজার পতনের কারণে ব্পোক একটা লসে আছেন বা ছিলেন। গত কয়েকদিনের বাজারের উত্থানের কারণে তাদের লস recover হওয়া শুরু হয়েছে এবং সামনে আরো লস কমবে; এটা নিয়ে থাকবে টানটান উত্তেজনা।
৩) Thrill of recent investors: যারা দূরদর্শী বিনিয়োগকারী- যাঁদের হাতে ফ্রেশ ফান্ড ছিল এবং সাম্প্রতিক উত্থানের আগ মুহূর্তে বা উত্থানের শুরুর দিকে বিনিয়োগ করেছেন, আগামী সপ্তাহে বেশ ভাল একটা প্রফিটসহ সবার শেয়ার mature হবে। রোমাঞ্চকর পরিস্থিতি ও দীর্ঘদিন পরে লাভের মুখ দেখে সবাই চেস্টা করবে প্রফিট টেক করার, তাই বিক্রয় চাপ অনিবার্য। দেখার বিষয় হলো বাজার সেটাকে কতটুকু absorb করতে পারে।
৪) Fear and panic of lifting the floor price: আপনারা জেনেছেন- অবশিষ্ট শেয়ারগুলোর ফ্লোর প্রাইস আগামী সপ্তাহে তুলে দেয়া হবে। এর প্রভাবে বাজারে কি ঘটতে পারে- তা নিয়ে সবার মনে একটা ভয় ও আতঙ্ক কাজ করবে। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। আবার ৩% লোয়ার সার্কিটের বিষয়ে কোন নির্দেশনা আসলেও অবাক হওয়ার কিছু নাই।
সুতরাং সার্বিক বিবেচনায় আগামী সপ্তাহটি আমাদের জন্য crucial and challenging হতে যাচ্ছে। তবে সাবধানতার সাথে জেনে বুঝে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন।
পেছনের খবর দেখুন-
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।