গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৭ কোম্পানির মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। এ সময় ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১৬ শতাংশ বিএটিবিসির।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার সপ্তাহজুড়ে গড়ে ২৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে সিটি ব্যাংকের বিদায়ী সপ্তাহে গড়ে শেয়ার হাতবদল হয়েছে ২৫ কোটি ৬৯ লাখ টাকার।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গড়ে ইউনিলিভার কনজ্যুমারের ২৪ কোটি ৬৫ লাখ ৬০ টাকা, ব্রাক ব্যাংকের ২২ কোটি ৪৭ লাখ টাকা, টেকনো ড্রাগসের ২০ কোটি ৮৬ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ১৮ কোটি ২২ লাখ টাকা, সী পার্ল হোটেলের ১৫ কোটি ৩৭ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংকের ১৫ কোটি ২৪ লাখ টাকা এবং রবি আজিয়াটার ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ১০, ২০২৪ , ৭:৩৪ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।