সকল মেনু

সমাপ্ত সপ্তাহে দরপতনে জেমিনি সি ফুড

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনে এসেছে জেমিনি সি ফুড লিমিটেড।কোম্পানিটির শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ৪৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ২৭৮ টাকা ১০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে বেক্সিমকো ফার্মার শেয়ারদর, যা কমেছে ১১ দশমিক ২৫ শতাংশ। আর শেয়ারের দাম ১১ দশমিক ২২ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকসের ১০ দশমিক ৮৭ শতাংশ, বেক্সিমকো গ্রীন সুকুকের ১০ দশমিক ৭৪ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ১০ দশমিক ৬৭ শতাংশ, টেকনো ড্রাগসের ৯ দশমিক ৭৬ শতাংশ, সী পার্ল হোটেলের ৯ দশমিক ৪৮ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯ দশমিক ৪২ এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৮ দশমিক ৭৫ শতাংশ শেয়ার দর কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top