সকল মেনু

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর বাছাইয়ে সার্চ কমিটি গঠন

অন্তর্বর্তী সরকার  বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বাছাইয়ে সাবেক সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে সার্চ কমিটি গঠন করেছে। সোমবার, ১২ আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই কমিটির অন্য দুই সদস্য হলেন– বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নজরুল হুদা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস।

আজকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মোহাম্মদ খুরশীদ আলম। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা। এরপর সরকার এ উদ্যোগ নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের আরও দুই শীর্ষ কর্মকর্তা অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস ও ব্যাংকিং পলিসি অ্যাডভাইজার আবু ফরাহ মোহাম্মদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top