সকল মেনু

পুঁজিবাজার বিকলাঙ্গ, বিমা খাতও অগ্রহণযোগ্য

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশের পুঁজিবাজার অসুস্থ ও বিকলাঙ্গ। একইভাবে বিমা খাতও অগ্রহণযোগ্য অবস্থায় আছে। আর্থিক খাতে সুশাসনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানভিত্তিক খাতগুলো বন্ধ করতে হবে। ব্যাংকখাতের চ্যালেঞ্জগুলো আর্থিক খাতেও প্রযোজ্য।

অনুষ্ঠানে কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) অনুষ্ঠানে সোমবার এসব কথা বলেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

ঢাকার ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে ‘ব্যাংক খাতে শৃঙ্খলা আনা, শিগগির কী করতে হবে’ শীর্ষক পর্যালোচনার সংবাদ সম্মেলনে ব্যাংকখাতের সমস্যা ও সুপারিশ তুলে ধরেন তিনি।

তিনি বলেন, কোন এক ব্যক্তি বা  প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হতে পারে না পুঁজিবাজার। তবে এটি মানাও যায় না। একটি বিকলাঙ্গ আর বীমা খাত অগ্রহণযোগ্য।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) অনুষ্ঠানে আরো কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

তিনি বলেন, দেশের ব্যাংকগুলোকে জোর জবরদস্তি করে মার্জ করা ঠিক হবে না। কারণ কর্মী, প্রযুক্তি, লক্ষ্য ও প্রস্তুতি সবার এক নয়।

বাংলাদেশ এতো ব্যাংক দরকার নেই। রাজনীতিক বিবেচনায় ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ে লাইসেন্স দেয়া বন্ধ করতে হবে। তবে আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদন পাওয়া অধিকাংশ ব্যাংক ক্লিনিক্যাল ডেথ। এদের চলনশক্তি নেই। তার মধ্যে ইসলামী ব্যাংকের অবস্থা মুমূর্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top