সকল মেনু

পদত্যাগ করলেন ডিএসইর চেয়ারম্যান হাসান বাবু

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। রোববার (১৮ আগস্ট) ডিএসইতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

সরকার পতনের পর দেশজুড়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে পদত্যাগের হিড়িক পড়েছে। ১০ আগস্ট পুঁজিবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ এবং গভর্নরের পদ ছাড়েন আবদুর রউফ তালুকদার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top