সকল মেনু

দুই ঘণ্টায় ডিএসইর লেনদেন ৯৪৭ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ আগস্ট) মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। দুপুর বেলা ১২টা পর্যন্ত ৯৪৭ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৩ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৭ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৯৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১০ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ কোম্পানির শেয়ারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top