সকল মেনু

সোনালী পেপার লোকসানে

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ২৭ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ১৭ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি ৮৭ পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫ টাকা ৪০ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৬ টাকা ১৫ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ১৭ পয়সা এবং যা আগের বছর ২ টাকা ১৬পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬৬ টাকা ৩৪ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top