সকল মেনু

নো ডিভিডেন্ড ঘোষণা সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের

সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে ফান্ডটির ট্রাস্টি কমিটি। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডটি  ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ দেওয়া হবে না।

বৃহস্পতিবার, ২৯ আগস্ট অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ফান্ড ম্যানেজার সিএপিএম অ্যাডভাইজরি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডে ১০ কোটি ৫০ লাখ টাকা লোকসান হয়েছে। এ সময়ে ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৭ পয়সা এবং আগের বছর ইউনিট প্রতি ৫৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে ক্রয় মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৮৫ পয়সা। ওইদিন বাজার মূল্যে ফান্ডের প্রতি ইউনিটের মূল্য ছিল ৮ টাকা ৬৭ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top