ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে রবিবার, ১ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন ছাড়াল ৯০০ কোটি টাকারও বেশি সাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৯ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৪৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৮ পয়েন্টে।
রবিবার ডিএসইতে মোট ৯৩৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবস বৃহস্পতিবার, ২৯ আগস্ট লেনদেন হয়েছিলো ৯৬৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৩ দশমিক শূন্য ৭ শতাংশ কমেছে। রবিবার লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ২৫৫ টির, কমেছে ১০০ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৫ টি কোম্পানির বাজারদর।
শেয়ার করুন-
আপডেট : সেপ্টেম্বর ১, ২০২৪ , ৬:৩৮ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।