সকল মেনু

ছুটির দিনে গোপনেই এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নির্বাচন

বেসরকারি এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম স্বপন। ছুটির দিনে শুক্রবার তড়িঘড়ি করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠিত করা হয়েছে। সভায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ নির্বাচন করা নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার দুপুরের পর এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন বাংকের নতুন চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, বিতর্কিত জহির স্বপন এবং তার ভাগিনা সাজ্জাদ কাইয়ুম। তার সঙ্গে ছিলেন বহিরাগত আরো কিছু লোকসহ নবনির্বাচিত বোর্ড সদস্যরা।

ছুটির দিনে গোপনীয়ভাবে অন্য পরিচালকদের ভয়ভীতি দেখিয়ে নজরুল ইসলাম স্বপন চেয়ারম্যান নির্বাচিত হন বলে অভিযোগ উঠেছে। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান হলেন- নজরুল ইসলাম মজুমদার। তার অনুসারীদের সরিয়ে নুতন চেয়ারম্যানের লোকদের অবস্থান নিতে দেখা যায়।

আর্থিকখাতে বিতর্কের পর বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেসরকারি এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয় বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে তিনজন শেয়ারহোল্ডারসহ ৫ পরিচালক নিয়োগ দিয়ে নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া পাঁচ পরিচালক হলেন- এক্সিম ব্যাংকের শেয়ারহোল্ডার মো. নজরুল ইসলাম স্বপন, শেয়ারহোল্ডার মো. নুরুল আমিন, শেয়ারহোল্ডার অঞ্জন কুমার সাহা, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুন।

শুক্রবার ছুটির দিনে গোপনীয়ভাবে বহিরাগত লোকদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

বিকালে খবরটি ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অবস্থানের পর কিছু ভাড়াটে লোককে এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান স্বপন আহমেদের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। তারা সাংবাদিকদের বলেন, আজ (শুক্রবার) বন্ধের দিন এখানে কাউকে দাঁড়াতে দেওয়া হবে না। ব্যাংকের কোন বোর্ড মিটিং নেই।

তবে সন্ধ্যা ৬ টার পরে এক্সিম ব্যাংকের পার্কিং থেকে একে একে বের হতে থাকে বেশ কয়েকটি গাড়ি। তখন সাংবাদিকরা গাড়ির চালকদের কাছে জানতে চান- ছুটির দিনে ব্যাংকে কারা এসেছেন?

কিছুক্ষণ পরে সাংবাদিকদের সামনে আসেন নতুন চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপনসহ অন্য কর্মকর্তারা। এ সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন পরিচালনা পর্ষদ গঠিত হওয়ার বিষয়টি স্বীকার করেন তারা।

তবে বন্ধের দিনে কেন পর্ষদ গঠন করা হলো- এ প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি। ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের সভায় বহিরাগত লোক কেন আনা হয়েছে- এমন প্রশ্নের জবাবে নতুন চেয়ারম্যান ছিলেন নিরুত্তর।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা জানায়, নজরুল ইসলাম স্বপন আওয়ামী লীগেরই একজন। মানিলন্ডারিং মামলার আসামি বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডনকে পর্ষদে নিতে বর্তমান গভর্ণরের কাছে গিয়েছিলেন চেয়ারম্যান স্বপন। হাবিবুল্লাহ ডন এবং তাকে অন্যায়ভাবে পর্ষদ থেকে বের করে দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন গভর্ণরকে।

এক্সিম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। আগের পর্ষদ বাতিল করে তিনজন শেয়ারধারী পরিচালক ও দুজন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে নতুন পর্ষদ গঠন করা হয়। পুনর্গঠিত এই পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় শুক্রবার ছুটির দিনে। তাতে আগামী দুই বছরের জন্য শেয়ারধারী পরিচালক নজরুল ইসলাম স্বপনকে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়। নতুন পর্ষদের অন্যরা হলেন- শেয়ারধারী পরিচালক মো. নুরুল আমিন ও অঞ্জন কুমার সাহা এবং স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউল করিম ও খন্দকার মামুন।

এর আগে বৃহস্পতিবার বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে জানানো হয়। ২০০৭ সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন নজরুল ইসলাম মজুমদার। একই সঙ্গে তিনি প্রায় দেড় দশক ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতির দায়িত্বে রয়েছেন।

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাঁর স্ত্রী নাছরিন ইসলাম ও তাঁদের পুত্র-কন্যার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top