প্রকাশ : সেপ্টেম্বর ৪, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এম এ আকমল হোসেন আজাদ। তিনি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ও জেওসিএল বোর্ডের চেয়ারম্যান। ঢাকা স্টক একচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সিনিয়র সচিব আকমল হোসেন আজাদ গত ২৯ আগস্ট যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।
সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদেও পরিবর্তন আনা হয়েছে। গত ১৫ আগস্ট থেকে যমুনা অয়েলের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন মুস্তফা কুদরুত-ই-ইলাহী। তিনি সাবেক এমডি গিয়াস উদ্দিন আনসারীর স্থলাভিষিক্ত হয়েছেন।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ৪, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।