প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৭:৪১ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ৩৯৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ২৮ শতাংশ।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ দশমিক ২৮ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ দশমিক ১১ শতাংশ।
এছাড়া, লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: ব্রাক ব্যাংক, অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, গ্রামীণফোন, লাভেলো আইসক্রিম, একমি ল্যাবরেটরিজ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৭:৪১ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।