সকল মেনু

গ্রেপ্তার ফুয়াং ফুডের এমডি মামুন গ্রেফতার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফুয়াং ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন মিয়াকে প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে (৩০ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে বলে জানায় বনানী থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ময়মনসিংহে করা প্রতারণার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন। মো. মামুন মিয়া জাপান থেকে রোববার দেশে ফিরেছেন।

তার সম্পর্কে তথ্য জানতে কোম্পানির চেয়ারম্যান আফজাল হোসাইনকে ফোন দেয়া হলে তিনি এ প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top