সকল মেনু

ইফাদ অটোস সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে লেনদেন শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড। ইফাদ অটোসের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২৪ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৩০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৭৬ শতাংশ। আর ১৫ দশমিক ০৫ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে রানার অটো।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স, ফার কেমিক্যাল, ফার ইস্ট নিটিং, পূবালী ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top