ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে বুধবার, ৩০ অক্টোবর চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০২ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২০ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৮ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪১ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ পয়েন্টে। এ সময়ে ডিএসইতে মোট ১৯২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬৬ টির, কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টি কোম্পানির শেয়ারদর।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ৩০, ২০২৪ , ১২:০৮ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।