বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক পিএলসির মুনাফা কমেছে। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৬৩ শতাংশ কমে হয়েছে ৭ কোটি ৬৮ লাখ টাকা। নয় মাসে বাণিজ্যিক ব্যাংকটির মুনাফা দাঁড়িয়েছে ৬৯ কোটি ১৯ লাখ টাকায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ৪ পয়সায়। যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা। ২০২৪ সালের প্রথম নয় মাসে বাণিজ্যিক ব্যাংকটির মুনাফা দাঁড়িয়েছে ৬৯ কোটি ১৯ লাখ টাকা।
জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ২ টাকা ৪২ পয়সা। ফলে ব্যাংকটির নগদ প্রবাহে চাপ বেড়েছে। আগের বছরের একই সময়ে নগদ প্রবাহ ছিল পজিটিভ ৩ টাকা।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২, ২০২৪ , ৮:২৩ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।