সকল মেনু

মুনাফা থেকে ইসলামী ব্যাংক লোকসানে

দেশের প্রথম ইসলামী শরীয়াভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অতীতে শীর্ষে থাকলেও এখন সেই অবস্থান ধরে রাখতে পারছে না। বিনিয়োগের বিপরীতে উচ্চ প্রভিশনের কারণে অন্তর্বর্তী সরকারের আমলে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটি লোকসান দিয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকটি সস্পর্কে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, তৃতীয় প্রান্তিকে ৮৯ কোটি ২০ লাখ টাকা লোকসান করেছে ব্যাংকটি। যেখানে গত বছরের একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ৯৪ কোটি ৪৬ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। অথচ আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লাভ হয়েছিল ৫৯ পয়সা। ব্যাংকটি লোকসানের কারণ হিসেবে বিনিয়োগের বিপরীতে উচ্চ প্রভিশনকে দায়ী করেছে।

তবে এ বছরের নয় মাসে শরিয়াহভিত্তিক ব্যাংকটির মোট ২৬৭ কোটি ৭১ লাখ টাকা মুনাফা হয়েছে। এছাড়া ইসলামী ব্যাংকের নগদ প্রবাহ উল্লেখযোগ্য বেড়েছে, জানুয়ারি-সেপ্টেম্বরে শেয়ারপ্রতি সমন্বিত নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৩ টাকা ২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল নেগেটিভ ৪৮ টাকা ৯ পয়সা। তৃতীয় প্রান্তিকে লোকসান হলেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের নগদ ও নগদ সমতুল্য সম্পদ আছে ১২ হাজার ৩৫৩ কোটি ৭০ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top