গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৫ টাকা ৪০ পয়সা বা ১৯ দশমিক ৭৮ শতাংশ কমেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সাপ্তাহিক দর পতনের তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে ২ টাকা ৮০ পয়সা বা ১৯ দশমিক ৫৮ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। এছাড়া ২২ টাকা ১০ পয়সা বা ১৮ দশমিক ৯৫ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড।
সাপ্তাহিক দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা সিমেন্টের ১৭ দশমিক ১৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৫ দশমিক ৭৪ শতাংশ, আরডি ফুডের ১৫ দশমিক ১৮ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৫ দশমিক ১২ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১৪ দশমিক ২৯ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ১৪ দশমিক ১৮ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ১৫ শতাংশ শেয়ার দর কমেছে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২, ২০২৪ , ৮:৫৩ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।