সকল মেনু

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২১ টাকা ৫০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৫ টাকা ৩০ পয়সা বা ৩৪ দশমিক ৪২ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এক্সয়ার নিট। এছাড়া ১৭ টাকা ৯০ পয়সা ৩২ দশমিক ৪৩ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে হামি ইন্ডাস্ট্রিজ।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা পাওয়ারের ২৫ দশমিক ৫৩ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৫ দশমিক ২১ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৭৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ১৯ শতাংশ, কেয়া কসমেটিকসের ২২ দশমিক ৪৫ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২০ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের ১৯ দমমিক ৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top