শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে অবণ্টিত লভ্যাংশ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এই নির্দেশ পালনে ব্যর্থ কোম্পানির স্বতন্ত্র পরিচালক ছাড়া সব পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালকের ওপর ব্যক্তিগতভাবে জরিমানা আরোপ হবে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। রােববার বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত কমিশন সভায় মূল শেয়ারবাজারে তালিকাভুক্ত এডভেন্ট ফার্মাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অবণ্টিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়।
কমিশন সভায় যে ৯ কোম্পানিকে এই নির্দেশ দেওয়া হয়েছে, তার চারটি মূল শেয়ারবাজারে এবং বাকি পাঁচটি এসএমই বোর্ডে তালিকাভুক্ত। মূল শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস, ল্যুব-রেফ বাংলাদেশ এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এসএমই বোর্ডে তালিকাভুক্ত ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, মামুন এগ্রো প্রডাক্টস, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সিড এবং বিডি পেইন্টস।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্দেশনা পরিচালনা ব্যর্থতায় ল্যুব-রেফ বাংলাদেশের এমডি এবং পরিচালকদের এককভাবে সর্বাধিক ২ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। অ্যাসোসিয়েটেড অক্সিজেনের এমডি এবং পরিচালকদের জরিমানা গুনতে হবে ১ কোটি ৯১ লাখ টাকা করে।
একইভাবে সাফকোর ক্ষেত্রে জনপ্রতি ২০ লাখ টাকা করে, প্যাসিফিক ডেনিমসের ক্ষেত্রে ১৩ লাখ টাকা, এডভেন্ট ফার্মার ক্ষেত্রে ৪ লাখ টাকা, ওরিজা এগ্রোর ৪৭ লাখ টাকা, মামুন এগ্রোর ১৩ লাখ টাকা, কৃষিবিদ ফিড ও কৃষিবিদ সিডের ক্ষেত্রে ১০ লাখ টাকা করে এবং বিডি পেইন্টসের ক্ষেত্রে জনপ্রতি ৯৭ লাখ টাকা করে জরিমানা গুনতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।