সকল মেনু

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে লোকসান দিয়েছে ইফাদ অটোস

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইফাদ লিমিটেডের লোকসান হয়েছে। এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ২১ পয়সা লোকসান হয়েছে; গত বছরের একই সময় যেখানে শেয়ারপ্রতি ১ পয়সা আয় হয়েছিল।

গত এক বছরে ইফাদ অটোসের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪৪ টাকা ১০ পয়সা; সর্বনিম্ন দাম ছিল ২০ টাকা ১০ পয়সা।

ইফাদ অটোস ২০২৩ সালে ১০ শতাংশ, ২০২২ সালে ৫ শতাংশ, ২০২১ সালে ১১ শতাংশ, ২০২০ সালে ৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া ২০২২ সালে ৫ শতাংশ, ২০২০ সালে ২ শতাংশ, ২০১৮ সালে ১০ শতাংশ, ২০১৭ সালে ৫ শতাংশ, ২০১৬ সালে ৪ শতাংশ ও ২০১৫ সালে ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইফাদ অটোস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top