পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিলসের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চিঠি অনুযায়ী এবং পরিচালকদের আলোচনার ভিত্তিতে নতুন পর্ষদ গঠন করা হয়। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ বখতিয়ার রহমান।
ডিএসই সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত একটি এমইওইউ এর মাধ্যমে কোম্পানিটির পরিচালনাগত দ্বন্দ্বের অবসান হয়। পরবর্তীতে একই মাসের ১৮ তারিখে শেয়ারহোল্ডার পরিচালক অন্তর্ভুক্তির মাধ্যমে শেয়ারহোল্ডিং ধারণ ৩০ শতাংশে উন্নীত হয়। তাতে গত ১৭ নভেম্বর আট সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে কোম্পানিটি।
আলহাজ টেক্সটাইলের নতুন পর্ষদে যারা আছেন: ১. মোঃ বখতিয়ার রহমান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত); ২. মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত); ৩. মোঃ হারুনুর রশীদ, পরিচালক; ৪. মোঃ আব্দুল্লাহ বোখারী, পরিচালক; ৫. মোঃ তালহা, পরিচালক; ৬. মোঃ সাইদুল ইসলাম, পরিচালক; ৭. মিসেস খোদেজা খাতুন, পরিচালক; ৮. মোঃ জয়নুল আবেদীন চৌধুরী, পরিচালক।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২৪, ২০২৪ , ১:৪০ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।