সকল মেনু

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিয়োগ

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ৩ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে তিনি কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান একজন সিআইপি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও সভাপতি।

তিনি বাংলাদেশ সিআর কয়েল ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান। তিনি বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি, বিকডার ভাইস প্রেসিডেন্ট, প্রগতি ইন্স্যুরেন্সর পরিচালক। খলিলুর রহমান একজন সিআইপি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও সভাপতি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top