সকল মেনু

রানার অটোস বন্ড ছেড়ে ২৬৮ কোটি টাকা সংগ্রহ করবে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রানার অটোমোবাইলস পিএলসির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। এই বন্ডের মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ২৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

সোমবার, ১৯ জুন অনুষ্ঠিত বিএসইসির ৮৭২তম বৈঠকে এই অনুমোন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে রূপান্তর-অযোগ্য (Non-Convertible) অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এটি একইসঙ্গে Fully Redeemable, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।

আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। এর কুপন তথা সুদের হার হবে ৮.৫০% থেকে ৯%।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এই বন্ড বরাদ্দ করা হবে। বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানির কাস্টমারদের ঋণ সুবিধা দেওয়া, সোলার প্ল্যান্ট নির্মাণ ও বন্ড ইস্যুর খরচ মেটাতে ব্যয় করা হবে।

গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এই বন্ডের লিড অ্যারেঞ্জার। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এর ট্রাস্টির দায়িত্বে আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top