সকল মেনু

নিলাম থেকে রক্ষা পেল এমারেল্ড ওয়েল

শাহীনুর ইসলাম: নিলামে অংশ না নেয়ায় রক্ষা পেল এমারেল্ড ওয়েল। চলতি বছরের ২৫ জুলাই জাতীয় একটি দৈনিকে মূল প্রতিষ্ঠান মিনোরির সব সম্পদ নিলামের দরপত্র আহ্বান করা হয়। আদালতের আদেশে ঋণের দায়ে ১৬ আগস্ট, বুধবার সম্পদ নিলামে তোলার কথা ছিল। তবে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিলামে অংশ না নেয়ায় দ্বিতীয়বার বেচে গেল কোম্পানিটি।

যদিও ঋণের দায়ে আদালতের নির্দেশে ফের নিলামের শঙ্কা রয়েছে বলেন কোম্পানির কর্তৃপক্ষ।

তবে ব্যাংক থেকে নেয়া ‘প্রিন্সিপাল মানি’ পরিশোধের কথা চলছে। বেসিক ব্যাংক কর্তৃপক্ষ সম্মত হলে শিগগিরই তা পরিশোধ করা হবে বলে। মঙ্গলবার রাতে (২২ আগস্ট) এসব তথ্য জানান এমারেল্ড ওয়েল কোম্পানির শীর্ষ এক কর্মকর্তা।

তিনি বলেন, ঋণের গ্যারান্টার এবং বন্ধকদাতা ছিলেন কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিবুল গণি গালিব। মূল প্রতিষ্ঠান মিনোরির বর্তমানে ঋণ ১০২ কোটি টাকা। ঋণের টাকা আমরা পরিশোধ করবো কেন? তবে আমরা চাই শুধু ইন্ডাস্ট্রির আওতাভুক্ত জমি।

আপাতত নিলাম হচ্ছে না। তবে আদালত নির্দেশে আবারো নিলাম হতেও পারে। আর না হওয়ার জন্য প্রিন্সিপাল মানি ৬২ কোটি টাকা আমরা পরিশোধ করতে চাই। ব্যাংকের দাবি ৭৪ কোটি টাকা। সেজন্য বেসিক ব্যাংককে চিঠি ইস্যু করতে বলেছি। তারা এখন আলোচনা করে জানাবে বলেন তিনি।

২০১৭ সালের জানুয়ারি মাসে নিলামের প্রথম দরপত্র প্রকাশ হলেও সে যাত্রায়ও বেচে যায়। ঋণের বিপরীতে বেসিক ব্যাংকের কাছে কোম্পানির সব স্থাপনা ও কারখানাসহ ৭৩২ শতাংশ জমি বন্ধক রয়েছে।

আরো জানতে দেখুন পেছনের সংবাদ-

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top