সকল মেনু

সাইফ পাওয়ারটেকের ক্যাটাগরি অবনমন

সাইফ পাওয়ারটেক ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ঘোষণা অনুসারে একজন বিনিয়োগকারী প্রতি শেয়ারের বিপরীতে ১০ পয়সা ক্যাশ ডিভিডেন্ড পাবেন। কিন্তু সামান্য সেই ডিভিডেন্ডও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের দিতে পারেনি। যার কারণে কোম্পানিটির শেয়ারের স্থান হয়েছে এখন ‘জেড’ ক্যাটাগরিতে।

২০২৩-২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৭০ পয়সা এবং নগদ প্রবাহ হয়েছে এক টাকা ৮৮ পয়সা। গত ৩০ ডিসেম্বর ২০২৪ বার্ষিক সাধারণ সভায় ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হওয়ার পরও এটি সময়মতো বিতরণ করা হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top