শাহীনুর ইসলাম: সোনালী আঁশ লিমিটেড ১২ বছর বা একযুগ পরে বিনিয়োগকারীদের ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। ২০১০ সালের ২০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার পরে ২০২২ সালে ১০০ ভাগ বোনাস দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে, পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির কর্তৃপক্ষ।
বুধবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৩ টাকা ৯২ পয়সা এবং আগের বছর একই সময়ে হয়েছিল ১ টাকা ১৩ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
অন্যদিকে, সোনালী আঁশের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান ১০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে কোম্পানির কর্তৃপক্ষ।
অনুমোদিত মূলধন বাড়াতে ৫ কোটি সাধারণ শেয়ার প্রতিটি ১০ টাকায় ইস্যু করবে কর্তৃপক্ষ। যদিও বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কোম্পানির শেয়ারপ্রতি দর ৮২৫ টাকা।
নতুন দুটি ঘোষণায় কোম্পানির শেয়ারপ্রতি দর উত্থানের বিরাট সম্ভাবনা রয়েছে। কারণ ১০ টাকায় ইস্যু শেয়ার রেকর্ড ডেটের আগে সাধারণ বিনিয়োগকারী পাওয়ার আগে মার্চেন্ট কোম্পানিরগুলোর দখলে যাওয়ার সম্ভাবনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।