স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পর্ষদ কোম্পানিটির স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়ন অনুমোদন করেছে। এ বছরের মে পর্যন্ত সময়ে করা পুনর্মূল্যায়নে কোম্পানিটির স্থায়ী সম্পদের পরিমাণ বেড়েছে ১ হাজার ৪৮৩ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে কারখানা ও যন্ত্রপাতি বাবদ সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে। কোম্পানিটি মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে বিনিয়োগকারীদের বিষয়টি অবহিত করেছে।
তথ্যানুসারে, পুনর্মূল্যায়নের আগে জিপিএইচ ইস্পাতের স্থায়ী সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৭৩৬ কোটি ২৬ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পরে এটি বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২২০ কোটি ৪ লাখ টাকায়। পুনর্মূল্যায়নের আগে কোম্পানিটির কারখানা ও যন্ত্রপাতির মূল্য ছিল ১ হাজার ৪৩৮ কোটি ৩৪ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পরে এটি ১ হাজার ১৬৮ কোটি ৫২ লাখ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৬০৬ কোটি ৮৬ লাখ টাকায়।
পুনর্মূল্যায়নের আগে কোম্পানিটির জমি ও জমি উন্নয়ন বাবদ সম্পদের মূল্য ৬৩ কোটি ৭১ লাখ এবং বৈদ্যুতিক ও গ্যাসের লাইন স্থাপন বাবদ সম্পদের মূল্য ছিল ২৩৪ কোটি ২১ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পরে তা বেড়ে যথাক্রমে ২১৫ কোটি ২৯ লাখ ও ৩৯৭ কোটি ৮৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। পুনর্মূল্যায়নের পরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৬ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ৫২ টাকা ৩৬ পয়সায় দাঁড়িয়েছে। বিলম্বিত কর বাবদ ৩০৪ কোটি ২৯ লাখ টাকা পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৮ পয়সা। যেখানে গত হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৩৯ পয়সা।এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৪ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সর্বমোট ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে জিপিএইচ ইস্পাতের পর্ষদ। এর মধ্যে সাড়ে ৫ শতাংশ নগদ ও সাড়ে ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১৮ পয়সা।
জিপিএইচ ইস্পাতের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং গত ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৬০ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৮১ কোটি ২১ লাখ টাকা।
মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৩৮৭। এর ৪৯ দশমিক ৬১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৭ দশমিক ৯৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩২ দশমিক ৪৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)