সিনিয়র রিপোর্টার: ঋণ কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়া এমারেল্ড ওয়েল লিমিটেডের স্থাবর ও অস্থাবর সম্পত্তির নিলাম আহ্বান করেছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বেসিক ব্যাংক লিমিটেড। নিলামের আহ্বান জানিয়ে মঙ্গলবার (২৫ জুলাই) দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ৮ নং পৃষ্ঠায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
১৬ আগস্ট, বেসিক ব্যাংক কোম্পানিটির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে তুলবে।
তবে বিজ্ঞাপন প্রকাশ নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন।
সম্পদের নিলামের আহ্বান সম্পর্কে তিনি মঙ্গলবার দুপুরে বলেন, ব্যাংকের সঙ্গে আমরা দুদিন বসেছি। তারা বাস্তবসম্মত চিন্তা করছে। আর আজকের নিলামের যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, তা আদালতের নির্দেশ, বিধিবদ্ধ নিয়ম।
ব্যাংকের সঙ্গে আরোচনায় সুরাহা সম্পর্কে আফজাল হোসেন বলেন, বেসিক ব্যাংকের সঙ্গে দুদফা আলোচনা হয়েছে। তাদের প্রিন্সিপাল মানি ৭৪ কোটি পরিশোধ করতে হবে। বিধিবদ্ধ নিয়মে বেসিক ব্যাংকের আবেদনে সমঝোতার কথা জানিয়ে তা বন্ধ করতে হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)