স্টাফ রিপোর্টার: ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার নিয়ে গুজব ছড়িয়েছে। গুজবগুলো হলো- প্রতিষ্ঠানটির আরও পাঁচ কোটি শেয়ার কিনবে বিদেশি কোম্পানি মিনোরি বাংলাদেশ ও চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন চতুর্থ প্রান্তিকে ব্যাপক মুনাফা করেছে। যদিও এসব তথ্যের কোন সত্যতা নিরুপণ করা যায়নি বা কর্তৃপক্ষ দুটি তথ্যের কোন সত্যতা নিশ্চিত করেনি।
টানা দশ মাস ফ্লোর প্রাইসে পড়ে থাকার পর কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি চক্র খেলছে বলে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা। গত ৩ জুলাই থেকে ঊর্ধ্বমুখী শেয়ারটির দর। পরবর্তীতে কয়েকিদিন টানা হল্টেড হয়েছে এ শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুযায়ী, গত ২ জুলাই শেয়ারটির দাম ছিল ২৩ টাকা ৫০ পয়সা। আর ওই শেয়ার ৩ জুলাই সর্বশেষ লেনদেন হয় ২৪ টাকা ১০ পয়সায়। তারপরই ভেলকি দেখায় কোম্পানিটি। লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে শেয়ারটির মাত্র ১০ দিনে ২০ টাকা বেড়ে গত ১৬ জুলাই সর্বশেষ লেনদেন হয় ৪৩ টাকা ৫০ পয়সায়।
একই সঙ্গে কোম্পানির বাজার মূলধন ২৬০ কোটি টাকা থেকে বেড়ে গত ১৬ জুলাই দাঁড়ায় ৪৮২ কোটি টাকায়। রোববার সকাল সাড়ে ১০টায় ডিএসইতে দেখা যায়, ফু-ওয়াং ফুডসের শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বেড়ে ৩৯ টাকা ৫০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)