স্টাফ রিপোর্টার: আমরা নেটওয়ার্কস লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ হারে লভ্যাংশ দেবে। এছাড়াও কোম্পানিটি ২:১ হারে রাইট শেয়ার রাইট শেয়ার ইস্যু করার ঘোষণা দিয়েছে।
সোমবার (২১ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানির তথ্য মতে, ২০২২-২০২৩ সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। সেখান থেকে ১ টাকা ১০ পয়সা বা ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। তাতে কোম্পানির ৬ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ৬০৮টি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা মোট ৬ কোটি ৮১ লাখ ৮৫ হাজার ২৬৮ টাকা লভ্যাংশ পাবেন। বাকি টাকা কোম্পানির রিজার্ভে জমা দেওয়া হবে।
এর আগের বছর ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ১১ পয়সা।আগামী ৪ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ সেপ্টেম্বর।
সিদ্ধান্ত অনুসারে, ২:১ হারে রাইট শেয়ার অর্থাৎ বিদ্যমান প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে। রাইট শেয়ারের অফার মূল্য হবে ৩০ টাকা। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২০ টাকা করে প্রিমিয়াম নেয়া হবে।
রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত টাকা কোম্পানিটি বিএমআরই (নেটওয়ার্কিং সিস্টেম আপডেট, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ) ও আংশিক ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।
রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৪ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় তা উত্থাপন করা হবে। শেয়ারহোল্ডাররা সম্মতি দিলে রাইট শেয়ার ইস্যুর অনুমতি চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে আমরা নেটওয়ার্কস। বিএসইসির অনুমোদন পেলে সিদ্ধান্ত কার্যকর হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)