স্টাফ রিপোর্টার: পদ্মা ব্যাংক দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পে ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন (পুনঃঅর্থায়ন) এবং প্রাক-অর্থায়ন (প্রি-ফাইনান্স) স্কিমের অধীনে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার, ২৫ সেপ্টেম্বর মিতিঝিল বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ কবির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই সময় বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান, পদ্মা ব্যাংকের এসইভিপি সাব্বির মোহাম্মদ সায়েম, হেড অফ এসএমই এন্ড এগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন মোঃ রিয়াজুল ইসলাম-সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)