পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় আয় বেড়েছে। তবে নিট মুনাফা কমেছে। প্রকৌশল খাতের কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসআরএম লিমিটেডের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সমন্বিত আয় হয়েছে ১১ হাজার ৫০৬ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৮৪ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৭ হাজার ৯৯৫ কোটি ২৮ লাখ ১ হাজার ২৯০ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ৩ হাজার ৫১০ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ৭৯৪ টাকা বা ৪৩ দশমিক ৯১ শতাংশ।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৯১ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ১৭৫ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৩০৮ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ৮০৩ টাকা। এক বছরের ব্যবধানে সমন্বিত নিট মুনাফা কমেছে ১৭ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৬২৮ টাকা বা ৫ দশমিক ৬৬ শতাংশ।
একই হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৭৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪০ টাকা ৪৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৩৪ টাকা ২৯ পয়সায়।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ।
৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে বিএসআরএম লিমিটেড। এর বাইরে আলোচ্য হিসাব বছরের জন্য ১০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। সে হিসাবে ২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ৫০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমিন্বত ইপিএস হয়েছে ১৮ টাকা ৯৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯০ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২৭ টাকা ৫৬ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৯৯ টাকা ৮৯ পয়সা। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিএসআরএম লিমিটেড।
২০১৫ সালে তালিকাভুক্ত হওয়া বিএসআরএম লিমিটেডের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৯৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৪৯৪ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২৯ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৬২৬। এর মধ্যে ৪৭ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।
এছাড়া ১৪ দশমিক ৮২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১৭ দশমিক ২৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২০ দশমিক ৭৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গত এক বছরে বিএসআরএম লিমিটেড শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯০ টাকা ও ৯৩ টাকা ৭০ পয়সা।
অপরদিকে বিএসআরএম স্টিলসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আয় হয়েছে ৮ হাজার ৪৫২ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার ৬০৩ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৬ হাজার ৭১২ কোটি ১০ লাখ ৬১ হাজার ১৭২ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১ হাজার ৭৪০ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৪৩১ টাকা বা ২৫ দশমিক ৯৩ শতাংশ।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৯৭ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৩২৭ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ১০ টাকা। এক বছরের ব্যবধানে কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ২৯ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ১৪০ টাকা বা ৯ দশমিক ১২ শতাংশ।
একই হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৯২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৭২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৩ টাকা ৩২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৬৮ টাকা ৯৯ পয়সায়।
এদিকে কোম্পানিটির অনুষ্ঠিত পর্ষদ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ নভেম্বর।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৭২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৮ টাকা ৯৯ পয়সায়।
এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ দিয়েছে বিএসআরএম স্টিলস। আলোচ্য হিসাব বছরে ১০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সব মিলিয়ে ওই হিসাব বছরে মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬২ টাকা ৩৮ পয়সায়।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিএসআরএম স্টিলস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬০ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৬ টাকা ৮৪ পয়সা।
২০০৯ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ১৮৪ কোটি ৬৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০। এর মধ্যে ৭২ দশমিক শূন্য ৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৭ দশমিক ৮৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩১ শতাংশ বিদেশী ও বাকি ৯ দশমিক ৭৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গত এক বছরে বিএসআরএম স্টিলসের শেয়ারটির দর ৬৩ টাকা ৯০ পয়সা থেকে ৭০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)