স্টাফ রিপোর্টার: লিবরা ইনফিউশনস লিমিটেড তাদের সম্পূর্ণ নতুন বৃহৎ ডায়ালাইসিস ফ্লুইড প্রডাকশন প্লান্ট সম্প্রসারণ করবে। আগামী ডিসেম্বর শেষে এ বৃহৎ ডায়ালাসিস ফ্লুইড প্রডাশন শুরুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, প্লান্টের সম্প্রসারণকাজ শুরুর ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেয়েছে কোম্পানিটি। এরই মধ্যে কোম্পানিটি চীন থেকে নতুন যন্ত্রপাতি আমদানি করেছে। বৃহৎ উৎপাদনে যেতে কোম্পানিটির সব সিভিল, ইলেকট্রিক্যালস ও এইচভিএসি নির্মাণকাজ শেষ হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, এটি শুধু স্থানীয় চাহিদা পূরণ করবে না। পাশাপাশি রফতানির জন্যও ব্যাপক পরিমাণে ডায়ালাইসিস ফ্লুইড উৎপাদন করা হবে।
সর্বশেষ নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছেরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৭৮ পয়সা। ২০২১ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ টাকায়।
সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিবরা ইনফিউশনস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। আগের হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১৫ লাখ টাকা।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা। ২০২০ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১ হাজার ২৬১ টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২৬৯ টাকা।
২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিবরা ইনফিউশনস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬০ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)