স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড গত জুনে শেষ হওয়া ২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। অনলাইনে বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির ৬২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ বিষয়ক এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের চেয়ারপারসন শাহনাজ রহমানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডাররা অংশ নেন। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)