সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পর্ষদ ৬৪ লাখ সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এসব শেয়ার বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকদের মধ্যে ইস্যু করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার জানা গেছে, শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি কার্যকরী মূলধন বাড়াতে ৪ কোটি ২০ লাখ টাকা ব্যবহার করবে। এছাড়া নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য কোম্পানিটি এলসির মাধ্যমে ২ কোটি ২০ লাখ টাকা উৎপাদনি মেশিন আমদানিতে ব্যয় করবে।
এছাড়া সালভো কেমিক্যালের নাম পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী ‘সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড’-এর পরিবর্তে কোম্পানিটির নতুন নাম হবে ‘সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি’। সাধারণ বিনিয়োগকারী ও বিএসইসির অনুমোদন সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
আগামী ১৮ জুলাই বেলা সাড়ে ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং আগামী ২০ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৯ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৩ পয়সা।
ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৫৪ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪১ টাকা ৪০ পয়সা ও ৬৫ টাকা ৫০ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)