এবি ব্যাংক পিএলসি’র শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের সমাপ্ত বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছেন। বুধবার, ১২ জুন রাজধানীর সেনা মালঞ্চে অনুষ্ঠিত এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। এতে আরও অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার।
সভায় খায়রুল আলম চৌধুরীকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ করা হয়। মো. ফজলুর রহমানকে পরিচালক এবং রমেন্দ্র নাথ বসাককে স্বতন্ত্র পরিচালক হিসাবে নির্বাচিত করা হয়। এছাড়া সভায় মো. মাকসুদুল হক খান পরিচালক পদ হতে অবসর গ্রহণ করেন। সভায় পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন- ২০২৩ গৃহীত হয়।
এছাড়াও, ২০২৪ সালের জন্য এমএম রহমান এন্ড কোং-কে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ এন্ড কোং-কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ব্যাংকটি দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল শেষে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৫০১ কোটি টাকা, নিট মুনাফা হয়েছে ৭২ কোটি টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৭ টাকা ৮৭ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)