ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার, ০৭ জুলাই ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৮৮ কোটি ৩০ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, যমুনা অয়েল, লাভেলো আইসক্রিম এবং রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। রবিবার এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৩ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ২৭ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ব্যাংক এশিয়ার ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৪ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- যমুনা অয়েলের ৬ কোটি ২৮ লাখ ১৪ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৩ কোটি ১৮ লাখ ০১ হাজার টাকা এবং রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)