বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তা শরীফ জহীর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
এ ছাড়া তরুণ শিল্পোদ্যোক্তা মো. তানভীর খান ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান, মো. ইউসুফ আলী ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান এবং ওবায়দুর রহমান অডিট কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন। শনিবার, আগস্ট ব্যাংকের করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ইউসিবির নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ জহীর একজন সিআইপি। তিনি পোশাক ও বস্ত্র খাতের প্রতিষ্ঠান অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর নেতৃত্বে অনন্ত গ্রুপের বার্ষিক টার্নওভার বা লেনেদন ৪০০ মিলিয়ন তথা ৪০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মোট ৩১ হাজার জনের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে।
তিনি যুক্তরাষ্ট্রের অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে অর্থনীতিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি অনন্ত টেরেসের মতো টেকসই উদ্যোগেরও প্রতিষ্ঠাতা। শরীফ জহীর বর্তমানে বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সহসভাপতি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)