পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফুয়াং ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন মিয়াকে প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে (৩০ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে বলে জানায় বনানী থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ময়মনসিংহে করা প্রতারণার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন। মো. মামুন মিয়া জাপান থেকে রোববার দেশে ফিরেছেন।
তার সম্পর্কে তথ্য জানতে কোম্পানির চেয়ারম্যান আফজাল হোসাইনকে ফোন দেয়া হলে তিনি এ প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)