পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা সাময়িক বন্ধ থাকার পর উৎপাদন শুরু করেছে। রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত এ কারখানাটিতে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা গেছে, এর আগে গত ১৫ অক্টোবর কারখানাটি সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটি জানায়, ৩১ অক্টোবর থেকে কিছু ইউনিটে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এ কার্যক্রমের সঙ্গে গ্যাস সরবরাহের সংযুক্তি নেই।
কোম্পানিটি আরও জানায়, কারখানা সাময়িক বন্ধ রাখার ঘোষণায় যেসব শ্রমিক, স্টাফ চাকরি ছেড়েছে; তাদের শ্রম আইন অনুযায়ী সকল বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)